Logo

আগস্টে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এতথ্য জানান।

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী আগস্ট মাসে সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এটা হবে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সফর।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এতথ্য জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আমরা কাজ করছি।

তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ সফর আগামী আগস্টে হতে পারে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0