বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষে একটি প্রতিনিধি দল আগামীকাল সোমবার (২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) যাবে। বৈঠকে দলটির নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাওয়ার আলোচনা হতে পারে।
রবিবার সিইসির একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামায়াতের একজন ফোন দিয়েছিলেন। তাদের একটি প্রতিনিধি দল আগামীকাল সাক্ষাতের সময় চেয়েছিলেন। সিইসি সোমবার দুপুর ১২টায় সময় দিয়েছেন। তারা চার-পাঁচজন আসতে পারেন।
এর আগে, সকালে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায়।
সকালে রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামায়াতের আইনজীবী শিশির মনির আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আশা করছি, আগামীকালের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ (উপস্থাপন) করব। ইলেকশন কমিশন অতিদ্রুত জামায়াতের নিবন্ধন ও জামায়াতের প্রতীক ফিরিয়ে দেবেন, এটা আমরা প্রত্যাশা করি।
বাংলাফ্লো/এনআর
Comments 0