বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও অব্যাহত অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এতে ১৫ দিন ধরে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে নগরভবনে গিয়ে দেখা যায়, মূল ফটক আটকানোর পাশাপাশি সব বিভাগের গেটে ঝুলছে তালা। বন্ধ রয়েছে সব ধরনের সেবা। সেবাপ্রত্যাশী কেউই পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা।
আন্দোলনকারীরা বলছেন, নাগরিক সেবায় যে ধরনের ভোগান্তি তৈরি হয়েছে তার দায় স্থানীয় সরকারের। কারণ স্থানীয় সরকারের টালবাহানায় আদালতের রায়ের পরেও ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না।
তারা আরও বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর আগ পর্যন্ত নগরভবনের তালা খোলা হবে না। তবে নগরভবনের তালা বন্ধ থাকলেও নাগরিক সেবার সঙ্গে সম্পর্কিত পরিচ্ছন্ন বিভাগের কাজ চলমান থাকবে।
এদিকে এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলেন, সাধারণ নাগরিকদের যেন কোনও ধরনের ভোগান্তি না পোহাতে হয় তার জন্য আমরা পরিচ্ছন্নতা বিভাগের সব ধরনের কাজে সহযোগিতা করছি।
তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হলে আমরা আবারও কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামবো। আন্দোলনের মাধ্যমে ঢাকাবাসী তাকে মেয়রের পদে বসাবে।
নগরভবনের সেবা বন্ধ হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের একাধিক বাসিন্দা। তারা বলেন, এই আন্দোলনের কারণে আমরা সেবা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছি। কবে সঠিক সেবা পাবো তার নিশ্চয়তা নেই। শিগগরিই সরকারকে এই সমস্যা থেকে জনগণকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
নাগরিক সেবার বিষয়ে ডিএসসিসির একজন কর্মকর্তা বলেন, এই আন্দোলনের ফলে গত ১৫ দিন জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, ট্যাক্স প্রধানসহ সব ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ ও সেবাগুলো থেকে বঞ্চিত নগরবাসী। এই আন্দোলন যত দীর্ঘ হবে নগরবাসীর ভোগান্তিও তত বেশি হবে।
ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে এই আন্দোলন শুরু হয়। আজও বেলা ১১টা থেকে নগর ভবনের বাইরে ও ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থক ও দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের একটি বড় অংশ।
বাংলাফ্লো/আফি
Comments 0