Logo

ক্লাব বিশ্বকাপ: খেলোয়াড়দের ছুটি কেড়ে নিচ্ছে, ক্ষোভ ব্রাজিলের রাফিনিয়ার

রাফিনহা বলেন, ‘বিশেষ করে ইউরোপের ক্লাবে যারা খেলে, তারা এই সময়ে ছুটিতে থাকার কথা। মারকিনিওস আর বেরালদো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে। কিন্তু তারা ভালোভাবে উদযাপনও করতে পারেনি। তারা সরাসরি জাতীয় দলে, তারপর ক্লাব বিশ্বকাপে খেলতে এসেছে। এখনো বিশ্রাম পায়নি।’

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ব্রাজিল ও বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহা ক্লাব বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের ছুটি বাতিল করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, খেলোয়াড়দের ছুটি থেকে বঞ্চিত করা উচিত নয়।

রাফিনহা বলেন, ‘বিশেষ করে ইউরোপের ক্লাবে যারা খেলে, তারা এই সময়ে ছুটিতে থাকার কথা। মারকিনিওস আর বেরালদো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে। কিন্তু তারা ভালোভাবে উদযাপনও করতে পারেনি। তারা সরাসরি জাতীয় দলে, তারপর ক্লাব বিশ্বকাপে খেলতে এসেছে। এখনো বিশ্রাম পায়নি।’

তিনি আরও বলেন, ‘অনেকে বলছে এটা অজুহাত। হতে পারে বা নাও পারে। কিন্তু বাধ্য হয়ে ছুটি ছেড়ে দিতে হওয়া খুব কঠিন। এটা আমাদের অধিকার। প্রত্যেকের কমপক্ষে এক মাসের ছুটি পাওয়া উচিত। অথচ অনেকেই তা পাবে না।’

রাফিনহা ক্ষোভের সঙ্গে যোগ করেন, ‘পিএসজি যদি ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে, তাদের সাথে সাথেই সুপার কাপে খেলতে হবে। কোনো বিরতি নেই। এটা আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। আমার দৃষ্টিতে, বাধ্য হয়ে নতুন কোনো টুর্নামেন্টে খেলতে গিয়ে ছুটি ছাড়তে হওয়া খুব খারাপ। আমাদের জিজ্ঞেসই করা হয়নি আমরা চাই কিনা। সিদ্ধান্তটা আমাদের নেওয়া উচিত ছিল।’

প্রসঙ্গত, ক্লাব বিশ্বকাপের সম্প্রসারিত সংস্করণ শুরু হয়েছে ১৪ জুন এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত। এরপর পিএসজি ১৩ আগস্ট টটেনহ্যামের বিপক্ষে সুপার কাপে খেলবে। ইউরোপের বড় লিগগুলো আবার আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0