Logo

ক্লাব বিশ্বকাপ: কোয়ার্টার ফাইনালে উঠেও দুঃসংবাদ পেল ডর্টমুন্ড

মেক্সিকান ক্লাব মন্তেরেইকে ২-১ গোলে হারিয়ে এবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: গুইরাসির জোড়া গোলে ভর করে ক্লাব বিশ্বকাপে শেষ আট নিশ্চিত করল বরুসিয়া ডর্টমুন্ড। মেক্সিকান ক্লাব মন্তেরেইকে ২-১ গোলে হারিয়ে এবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মান ক্লাবটি। ম্যাচের ১৪তম মিনিটে গুইরাসি এবং করিম আদেয়েমির দ্রুত পাস বিনিময়ে বিভ্রান্ত হন মেক্সিকান ডিফেন্ডার হোর্হে রদ্রিগেজ।

এরপর গুইরাসি ডান দিকের পোস্ট ঘেঁষে বল জড়িয়ে দেন জালে। এর ১০ মিনিট পর আবারও আদেয়েমির পাস থেকে নিজের দ্বিতীয় ও মৌসুমের ৩৭তম গোলটি করেন গিনির এই তারকা ফরোয়ার্ড।

মাঝে একবার মন্তেরেইর জেসুস করোনার ক্রস পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে মেক্সিকান ক্লাবটি আক্রমণে জোর বাড়ায়।

ম্যাচের ৪৮ মিনিটে বার্তেরামে হেডে ব্যবধান কমান। এরপর বারবার আক্রমণ করেও সমতায় ফিরতে পারেনি মেক্সিকান ক্লাবটি। শেষ দিকে রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার সার্জিও রামোস ২০১৪ সালের স্মরণীয় ফাইনালের সেই গোলের ইঙ্গিত যেন দিতে চেয়েছিলেন তিনি। তবে স্টপেজ টাইমে তার হেড স্নায়ু ছোঁয়া উত্তেজনা ছড়ালেও গোলপোস্টের বাইরে চলে যায় বল।

হতাশায় মুখ লুকাতে হয় এই স্প্যানিশ ডিফেন্ডারকে।

ডর্টমুন্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন গোলরক্ষক গ্রেগর কোবেল। বেশ কয়েকবার প্রতিপক্ষের আক্রমণ রুখে দেন তিনি। তবে কোয়ার্টার ফাইনালের আগে একটি খারাপ খবরও আছে ডর্টমুন্ডের। মিডফিল্ডার জোব বেলিংহাম হলুদ কার্ড পেয়ে নিষিদ্ধ হয়েছেন, যার ফলে বড় ভাই জুড বেলিংহামের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0