স্পোর্টস ডেস্ক
ঢাকা: প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলতে এসে টুর্নামেন্টের শুরু থেকেই চমক দেখিয়ে যাচ্ছেন তারা। কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের প্রতিপক্ষ ছিল আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। শেষ ১৬ এর প্রথম ম্যাচে জমজমাট এক লড়াই গড়ালো অতিরিক্ত সময়ে। ১০০ মিনিটের মাথায় করা পাউলিনহোর গোলে বোতাফোগোকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠল পালমেইরাস।
লিংকন ফাইনান্সিয়াল স্টেডিয়ামে ম্যাচের পুরোটা সময় সমানে সমান লড়াই করেছে দুই ব্রাজিলিয়ানই ক্লাবই। বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল বোতাফোগোই।
শটস অন টার্গেটে এগিয়ে থাকা পালমেইরাস বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও এগিয়ে যেতে পারেনি। কিছু সুযোগ তৈরি করেছিল বোতাফোগোও। তারাও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল করতে পারেনি।
শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্যভাবে শেষ হয় খেলা। অতিরিক্তি সময়ের ১০০ মিনিটের মাথায় ডেডলক ভাঙে পালমেইরাস। রিওসের অ্যাসিস্টে গোল করে পালমেইরাসকে আনন্দে ভাসান পাউলিনহো।
১-০ গোলের জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার ক্লাব বিশ্বকাপ খেলতে এসেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পালমেইরাস। আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি ইংলিশ ক্লাব চেলসি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0