বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন। এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই।
রোববার (৮ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবীর রিজভী বলেন, ডিসেম্বরে শীতকাল, মানুষ অবলীলায় ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে। নির্বিঘ্নে ভোট দিতে পারে। এই সময়ে সব পরীক্ষা শেষ হয়ে যায়, একটা স্বস্তি থাকে। সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময়। এই সময়ের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন। এটা যদি করতে পারেন, জনসমর্থিত হবেন। অন্তর্বর্তী সরকার যে কোনো দিকে ঝুঁকে পড়ে না, কোনোদিকে হেলে পড়ে না এটাই প্রমাণ হবে।’
তিনি বলেন, এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয়। তীব্র গরমের পাশাপাশি মাসজুড়ে থাকবে এইচএসসিসহ গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা।
এপ্রিল মাসে নির্বাচনের প্রস্তাব কেবলমাত্র দু-একটি দলের পক্ষ থেকেই এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এটি দেশের সব রাজনৈতিক দলের সম্মিলিত মত নয়।’
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি ঘোষণা করেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।’
অন্তর্বর্তী সরকার প্রধানের এ ঘোষণাকে জামায়াতে ইসলামী সমর্থন দিলেও বিএনপি শুরু থেকেই ডিসেম্বরের পক্ষে নির্বাচন আয়োজনে মত তুলে ধরেছে।
গত শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, চলতি বছরের ডিসেম্বর মাসেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত।
ফখরুল বলেন, ‘আবহাওয়াগত কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। ঝড়-বৃষ্টি, তীব্র গরম—সব মিলিয়ে তখন পরিবেশ থাকে প্রতিকূল। তাই ডিসেম্বর ছিল নির্বাচনের জন্য উপযুক্ত সময়। সার্বিকভাবে প্রধান উপদেষ্টার এ সিদ্ধান্ত মোটেও সুচিন্তিত নয়।‘
বাংলাফ্লো/এসবি
Comments 0