Logo

কোচ হিসেবে আগের ক্লাবে ফিরলেন ক্রেসপো

সাও পাওলো প্রেসিডেন্ট জুলিও সিজারেস বললেন, ‘(ক্রেসপো) একজন পেশাদার, এই ক্লাব সম্পর্কে যার জানাশোনা রয়েছে। এখানে শিরোপা জিতেছেন। তার ফেরার সময় এসেছে। আমরা তাকে ফেরাতে পেরে আনন্দিত।’

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার হার্নান ক্রেসপো কোচ হিসেবে সাও পাওলোতে ফিরেছেন। চার বছর আগে এই ক্লাবকে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়নশিপ জেতান তিনি।

বুধবার ক্লাবটি জানায়, স্বদেশী লুইস জুবেলদিয়ার স্থলাভিষিক্ত হলেন ক্রেসপো। প্রথম ১২ লিগ ম্যাচে মাত্র দুটি জেতায় বরখাস্ত হয়েছেন জুবেলদিয়া।

সাও পাওলো প্রেসিডেন্ট জুলিও সিজারেস বললেন, ‘(ক্রেসপো) একজন পেশাদার, এই ক্লাব সম্পর্কে যার জানাশোনা রয়েছে। এখানে শিরোপা জিতেছেন। তার ফেরার সময় এসেছে। আমরা তাকে ফেরাতে পেরে আনন্দিত।’

৪৯ বছর বয়সী ক্রেসপোর প্রথম সাও পাওলো অধ্যায় শেষ হয়েছিল ২০২১ সালের অক্টোবরে। শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থতার কারণে লিগ জেতার পাঁচ মাসেরও কম সময়ে তাকে চলে যেতে হয়েছিল।

গত বছর মে মাসে আমিরাতি ক্লাব আল আইনকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট জেতান ক্রেসপো। তাতে চলমান ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। তবে টানা ব্যর্থতার কারণে গত নভেম্বরে বরখাস্ত হন সাবেক এই আর্জেন্টাইন তারকা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0