বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে লিটার প্রতি দাম তেল ভেদে ২ থেকে ৩ টাকা কমানো হয়েছে।
শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সরকারের সিদ্ধান্ত হলো ডিজেল জুনে বিক্রি হবে লিটার প্রতি ১০২ টাকা করে। মে মাসে দাম ছিল ১০৪ টাকা। দাম কমছে ২ টাকা।
অকটেন ও পেট্রলের দাম কমেছে ৩ টাকা করে। এই তেল দুটি যথাক্রমে ১২২ ও ১১৮ টাকায় বিক্রি হবে।
মে মাসে অকটেন বিক্রি হয়েছে ১২৫ টাকা লিটারে, পেট্রল বিক্রি হয়েছে ১২১ টাকায়।
তবে কেরোসিন তেলের দাম কমেনি। মে মাসের মতোই ১১৪ টাকা দরে বিক্রির ঘোষণা এসেছে।
২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকারও একই নীতিমালার আলোকে তেলের মূল্য নির্ধারণ করে আসছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে রে জ্বালানি তেলের দামের হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে এই দাম নির্ধারণ হয়।
গত মে মাস চার ধরনের তেলের দামেই এই সূত্র মতে লিটারে এক টাকা কমে জমানো হয়েছিল। তার আগের দুই মাস মার্চ ও এপ্রিল মাসে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।
ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছিল।
বাংলাফ্লো/এসও
Comments 0