Logo

মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত

মির্জাপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় সুজন খান নামে এক চালক নিহত হয়েছেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

টাঙ্গাইল: মির্জাপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় সুজন খান (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) ভোররাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বাইপাসের মা সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।

নিহত সুজন কাভার্ডভ্যানটির চালক ছিলেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ভোরের দিকে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0