Logo

৪০ পেরিয়েও ডু প্লেসির ইতিহাস!

গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এমআই নিউ ইয়র্কের বিপক্ষে খেলতে নেমে মাত্র ৫৩ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ডু প্লেসি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বয়স ৪০ পেরিয়েছে আগেই। কিন্তু ব্যাট হাতে এখনও যেন আগুন ঝরান ফাফ ডু প্লেসি।

মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ২০২৫-এর গুরুত্বপূর্ণ এক ম্যাচে টেক্সাস সুপার কিংসের (টিএসকে) অধিনায়ক তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি—যা শুধু দলকে জয়ের পথে নিয়ে গেল না, বরং তাঁকে পৌঁছে দিল টি-টোয়েন্টি ইতিহাসের এক অনন্য উচ্চতায়।

গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এমআই নিউ ইয়র্কের বিপক্ষে খেলতে নেমে মাত্র ৫৩ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ডু প্লেসি। ম্যাচটিতে জয়ের ফলে টেক্সাস সুপার কিংসের প্লে-অফের স্বপ্ন এখনও টিকে রয়েছে।

এটি চলতি টুর্নামেন্টে ফাফের দ্বিতীয় শতক। এর আগে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন তিনি।

চল্লিশের ঘরে গিয়েও টি-টোয়েন্টিতে রেকর্ড বইয়ের শীর্ষে

এই শতক দিয়ে ফাফ ডু প্লেসি টি-টোয়েন্টি ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ৪০ বছর বয়সের পর দুটি শতরান করার কীর্তি গড়েছেন। যা একদিকে তাঁর ফিটনেসের প্রমাণ, আবার অন্যদিকে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকার মন্ত্রও।

এছাড়া, অধিনায়ক হিসেবে এটি ছিল তার অষ্টম টি-টোয়েন্টি শতরান—যা তাকে তুলে দিয়েছে সবার ওপরে।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি শতক:

ফাফ ডু প্লেসি – ৮

বাবর আজম – ৭

মাইকেল ক্লিঙ্গার – ৭

বিরাট কোহলি – ৫

জেমস ভিন্স – ৫

বাবর আজমও নেতৃত্বে ধারাবাহিক পারফর্মার। পাকিস্তান, করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে অধিনায়কত্ব করে করেছেন ৫২০০-এর বেশি রান, ৭টি শতরান।

এমএলসিতেও সর্বোচ্চ: ফাফ এখন আমেরিকার লিগের রাজা

এই ইনিংসের মধ্য দিয়ে ফাফ এখন মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সবচেয়ে বেশি শতরানের মালিকও। লিগে তাঁর শতক এখন ৩টি, যা ছাড়িয়ে গেছে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের আগের রেকর্ড (২ শতক)।

অভিজ্ঞতা, ধৈর্য, ফিটনেস আর নিখুঁত স্ট্রোক-প্লে—সব মিলিয়ে ফাফ ডু প্লেসি যেন প্রমাণ করে দিলেন, বয়স কিছু নয়, মনোভাবই আসল।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0