স্পোর্টস ডেস্ক
ঢাকা: ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে কারা থাকছেন, তা দুদিন আগেই জানিয়েছে ইংল্যান্ড। দীর্ঘদিন পর দলে ফেরা জোফরা আর্চারকে রাখেনি বেন স্টোকসের দল। লিডস টেস্ট থেকে একাদশে বদলও আনেনি। ভাঙেনি উইনিং কম্বিনেশন।
বুধবার (২ জুলাই) থেকে বার্মিংহ্যামের এজবাস্টনে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। সোমবার (৩০ জুন) দল জানায় ইংলিশরা। আগের টেস্টে ৩৭১ রান তাড়া করে জয় তুলেছে স্বাগতিকরা, ১-০ ব্যবধানে এগিয়ে আছে সিরিজে।
আঙুলের চোট সারিয়ে আর্চার ফিরেছিলেন টেস্ট দলে। চার বছর পর ফের দলে ফিরলেও একাদশে সুযোগ আসেনি। জানা গেছে, পারিবারিক কারণে ইংলিশ পেসার অনুশীলনও করেননি। ইংলিশরা জশ টং, ব্রাইডন কার্স এবং ক্রিস ওকসের উপরে ভরসা রাখছে।
এই টেস্টে কাদের নিয়ে খেলবে ভারত, তা জানায়নি। তবে বোলিংয়ে একটি বা দুটি পরিবর্তন আনতে পারে শুবমান গিলের দল। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে পাঁচ দিনের সাদা পোশাকের লড়াই। ৫ টেস্টের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত।
ইংল্যান্ডের একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং ও শোয়েব বশির।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0