Logo

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে জেবল হক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

নোয়াখালী: কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আবদুর রহিম আজ বুধবার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

নিহত জেবল হক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আবদুর রহিম বলেন, ‘গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি সকালে হাসপাতালে ভর্তি হয়। দুপুরে তার করোনা শনাক্ত হওয়ার পর সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত নোয়াখালীতে মোট ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। কিট স্বল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা টেস্ট এখনো শুরু করা হয়নি।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0