Logo

নির্বাচন দেশের ১৮ কোটি জনগণের দাবি: মাওলানা একে এম আশরাফুল হক

দ্রুত নির্বাচন কোনও দলের একক দাবি নয়, বরং বাংলাদেশের ১৮ কোটি জনগণের দাবি বলে জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

মাওলানা একে এম আশরাফুল হক

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা:  দ্রুত নির্বাচন কোনও দলের একক দাবি নয়, বরং বাংলাদেশের ১৮ কোটি জনগণের দাবি বলে জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

রবিবার (১ জুন) বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক এ কথা বলেন।

এ সময় তিনি বিএনপির তারুণ্যের মহাসমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত নির্বাচনের আহ্বানকে দেশের জনগণের দাবি ও মনের কথা বলে আখ্যায়িত করেন।

মাওলানা একে এম আশরাফুল হক বলেন, ‘যারা জনগণের মনের ভাষা বোঝে না, তারা দ্রুত নির্বাচনের দাবি ও প্রয়োজনীয়তাও বুঝবে না।’ 

পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা মমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা শাহ আলম, সংগঠন সচিব মাওলানা আনোয়ার হোসেন আনসারী, সদস্য এইচ এম আব্দুল্লাহ ও মাহফুজুল হক সুমন প্রমুখ।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0