Logo

এমিলিয়ানো মার্তিনেজের দলবদলের গুঞ্জনে নতুন মোড়

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী ছিল এই আর্জেন্টাইনের জন্য, এমন খবরও চাউর হয়েছিল শুরুতে। এবার তাতে এসেছে নতুন মোড়।

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: অ্যাস্টন ভিলা ছাড়ছেন এমিলিয়ানো মার্তিনেজ, এমন খবরটা বেশ পুরাতন। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী ছিল এই আর্জেন্টাইনের জন্য, এমন খবরও চাউর হয়েছিল শুরুতে। এবার তাতে এসেছে নতুন মোড়।

আর্জেন্টিনার গণমাধ্যমগুলোর দাবি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবল আগ্রহ আছে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজের প্রতি। বার্সেলোনা বর্তমানে হুয়ান গার্সিয়ার দিকেই বেশি মনোযোগী। সেইসঙ্গে ভয়চেখ শেজনিও চুক্তি নবায়নে আগ্রহী অনেকটাই। স্বাভাবিকভাবেই স্প্যানিশ দলটির নজর থেকে অনেকটা সরে গিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ।

তবে ম্যানচেস্টার ইউনাইটেড এবার বেশ শক্ত অবস্থানে আছে এমিকে দলে নেয়ার দৌড়ে। আন্দ্রে ওনানাকে ছেড়ে দিতে চাইছে রেড ডেভিলরা। গেল মৌসুমে বাজে ফর্মের পর ঘানার এই গোলরক্ষককে পরিকল্পনা থেকে বাদ দিতে চায় দলটি। আর সেই জায়গায় বিকল্প হিসেবে আছে এমি মার্তিনেজের নাম। গুঞ্জনে অবশ্য আছে আর্সেনালের নামটাও।

রিয়াল মাদ্রিদ যদি আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়াকে দলে নেয়, তবে এমি মার্তিনেজকে আবার এমিরেটসে দেখা যেতেও পারে। আর্জেন্টিনা কিংবা বাকি বিশ্বের নজরে আসার আগে আর্সেনালেরই ছিলেন এমি মার্তিনেজ। তাকে আবার ফিরিয়ে আনতে রাজি গানাররা।

অবশ্য সব ছাপিয়ে এমি মার্তিনেজের জন্য আপাতত ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে বেশি এগিয়ে আছে– এমন দাবিই বড় হয়ে ধরা পড়ছে। আর্জেন্টাইন গোলরক্ষক অবশ্য জাতীয় দলের ক্যাম্পে এসে এই ব্যাপারে বিশেষ কিছু বলতে চাননি। তবে দলবদলের এই সময়ে নিজের সামনে আসা সব প্রস্তাবকেই বিবেচনায় রাখার কথা জানিয়েছেন এমি মার্তিনেজ।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0