Logo

ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু শনিবার

এখন থেকে ক্লাব বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাচ্ছে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিবে ৩২টি দল।

অন্যান্য মহাদেশের তুলনায় সর্বোচ্চ ১২টি ক্লাব ইউরোপ থেকে অংশগ্রহণ করছে। এরপরই রয়েছে দক্ষিণ আমেরিকার ছয়টি ক্লাব। এশিয়া ও আফিকা এবং উত্তর ও মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চলের কনকাকাফ থেকে খেলবে চারটি করে ক্লাব। এর সাথে যুক্ত হয়েছে ওশেনিয়ার একটি ক্লাব ও স্বাগতিক দেশের দুটি ক্লাব।

এখন থেকে ক্লাব বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। মহাদেশীয় চ্যাম্পিয়ন অথবা মহাদেশী প্রতিযোগিতায় চার বছর ধরে ক্লাবগুলোর র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই টুর্নামেন্টের বাছাইপর্ব সম্পন্ন হয়েছে।

মহাদেশীয় চ্যাম্পিয়ন: ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবে নিম্নের ১৬টি দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা হলো:

উয়েফা চ্যাম্পিয়ন্সলিগবিজয়ী: চেলসি (ইংল্যান্ড/২০২১), রিয়াল মাদ্রিদ (স্পেন/২০২২ ও ২০২৪), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড/২০২৩)।

কোপা লিবার্তাদোরেসবিজয়ী: পালমেইরাস (ব্রাজিল/২০২১), ফ্ল্যামেঙ্গো (ব্রাজিল/২০২২), ফ্লামিনেন্স (ব্রাজিল/২০২৩), বোটাফোগো (ব্রাজিল/২০২৪)।

এএফসি চ্যাম্পিয়নলিগবিজয়ী: আল হিলাল (সউদী আরব/২০২১), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান/২০২২), আল এইন (সংযুক্ত আরব আমিরাত/২০২৩ ও ২০২৪)।

কনকাকাফ চ্যাম্পিয়ন্সলিগবিজয়ী: মন্টিয়ারি (মেক্সিকো/২০২১), সিটল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র/২০২২), পাচুয়া (মেক্সিকো/২০২৪)।

সিএএফ চ্যাম্পিয়ন্সলিগবিজয়ী: আল আহলি (মিশর/২০২১, ২০২৩ ও ২০২৪), ওয়াইদাদ ক্যাসাব্ল্যাঙ্কা (মরক্কো/২০২২)।

ওএফসি চ্যাম্পিয়ন্সলিগবিজয়ী: অকল্যান্ড সিটি (নিউজিল্যান্ড/২০২২, ২০২৩ ও ২০২৪)

চার বছরে সেরার‌্যাঙ্কিং: গত চার বছরে মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় পারফরমেন্সে ভিত্তিতে ১৪টি দল এবারের আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ইউরোপ: বায়ার্ন মিউনিখ (জার্মানী), পিএসজি (ফ্রান্স), বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানী), ইন্টার মিলান (ইতালি), পোর্তো (পর্তুগাল), আতলেতিকো মাদ্রিদ (স্পেন), বেনফিকা (পর্তুগাল), ইউভেন্তুস (ইতালি) ও রেড বুল সালজবার্গ (অস্ট্রিয়া)।

দক্ষিণ আমেরিকা: রিভার প্লেট (আর্জেন্টিনা), বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা)।

এশিয়া: উলসান এইচডি (দক্ষিণ কোরিয়া)।

আফ্রিকা: এসপেরেন্স (তিউনিশিয়া), মামেলোডি সানডাউন্স (দক্ষিণ আফ্রিকা)।

স্বাগতিক প্রতিনিধিত্ব:

ঘরের মাঠে প্রতিনিধিত্ব করার জন্য দুটি দল মনোনীত হয়েছে। সাপোর্টার্স শিল্ড জয়ী লিওনেল মেসির ইন্টার মিয়ামি ও প্লে—অফের বিজয়ী দল লস অ্যাঞ্জেলস এফসি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0