Logo

ধানক্ষেত পাহারার সময় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

পাকা বোরো ধানক্ষেত পাহারা দেওয়ার সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্যহাতি আজিজুর রহমান আকাশকে পায়ে পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দরবেশচালা এলাকায় বন্যহাতির আক্রমণে ৪৫বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  

মৃত কৃষকের নাম আজিজুর রহমান আকাশ। তিনি দরবেশচালা এলাকার আব্দুল হাকিমের ছেলে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাকা বোরো ধানক্ষেত পাহারা দেওয়ার সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্যহাতি আজিজুর রহমান আকাশকে পায়ে পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে নিয়ে যায় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0