Logo

মাদকের টাকার জন্য বাবাকে খুন

রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনায় প্রধান আসামি মামুনকে গ্রেফতার করেছে র‍্যাব।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর: রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনায় প্রধান আসামি মামুনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (২৯ জুন) রাতে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের গাজী বাড়ির হজরত আলী গাজীর বড়ো ছেলে মামুন মাদকসেবী ও মাদক কারবারি।

মাদকের টাকার জন্য সে প্রায় সময় তার বাড়িতে তার বাবা হজরত আলীর সঙ্গে ঝগড়া-মারামারি করতো। গত কয়েক মাস আগে মাদকসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয় মামুন। মামলায় কিছুদিন কারাগারে থাকার পর জামিনে এসে গত ১১ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়িতে বাবার কাছে মাদকের টাকা চাইলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এর জেরে অজু করার সময় ধারালো দা দিয়ে সে তার বাবাকে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। এ সময় হজরত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মামুনের ভাই নুর হোসেন গাজী বাদী হয়ে লক্ষ্মীপুরের রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0