Logo

ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭ দিন এবং পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭ দিন এবং পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭ দিন এবং পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্যাস সংকটের কারনে দীর্ঘদিন ধরে রেশনিং পদ্ধতি কার্যকর রয়েছে। সান্ধ্যকালীণ পিকে বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ নিশ্চিত করার জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ কার্যকর রয়েছে। এই বন্ধের সময় সময়ে সময়ে কমবেশি করা হলেও সব সময়েই থেকেছে। শুধু ঈদের সময়গুলোতে খুলে দেওয়ার রেওয়াজ বিদ্যমান।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0