Logo

মতিঝিলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট

রাজধানীর মতিঝিলে একটি তিন তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ছবি সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর মতিঝিলে একটি তিন তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৬টায় মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0