Logo

চট্টগ্রামে রশি দিয়ে বাঁধা অবস্থায় পাঁচটি গুইসাপ উদ্ধার

চন্দনাইশে রশি বাঁধা অবস্থায় পাঁচটি গুঁইসাপ উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মং ওয়াই মারমা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম: চন্দনাইশে রশি বাঁধা অবস্থায় পাঁচটি গুঁইসাপ উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মং ওয়াই মারমা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৯ জুন) রাতে চন্দনাইশ উপজেলার সৈয়দ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৪ (খ) ধারা অনুযায়ী মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের ঘটনা নতুন নয়। বন বিভাগ ও প্রশাসন বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান চালিয়ে যাবে।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মং ওয়াই মারমার হেফাজত থেকে অবৈধভাবে গুঁইসাপ সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে। উদ্ধারকৃত গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0