বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, “বর্তমানে দেশে রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে। প্রতিদিন মানুষ নানা দাবিতে রাজপথে নামছে, কিন্তু তাদের কথা শোনার মতো কেউ নেই।”
রোববার (২৫ মে) বিকেলে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির এই দাবিটি পুনর্ব্যক্ত করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বিএনপির দাবি হচ্ছে—আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”
তারেক রহমান বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এখানে কম বা বেশি বলে কিছু নেই। বর্তমানে যে সরকার দেশ চালাচ্ছে, তারা জনগণের কাছে কোনো জবাবদিহিতা করে না।”
তিনি আরও বলেন, “জনগণকে অন্ধকারে রেখে এবং রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করলে তা কখনোই টেকসই হতে পারে না।”
বাংলাফ্লো/এসও
Comments 0