Logo

শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে আজ দায়ের করা হবে।

ছবি সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে আজ রোববার(১জুন) দায়ের করা হবে। শনিবার(৩১মে) এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর জানান, বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে। তদন্ত শেষ করতে যুক্তিসংগত সময় লাগবে। ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে। জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে।

এদিকে, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিটিভির মাধ্যমে রোববার সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। এ জন্য প্রস্তুত করা হয়েছে ট্রাইব্যুনালের এজলাস কক্ষও।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রচারের আগে অনুমতি নিতে হবে ট্রাইব্যুনালের।

আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করতে সম্প্রতি ট্রাইব্যুনালের এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে।

এর আগে, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচারের বিধান যুক্ত করে ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়। ভারত, পাকিস্তানসহ বিশ্বের ২১টি দেশে উচ্চ আদালতের বিচার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা আছে।

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0