Logo

জামিন পেলেন জবির সাবেক অধ্যাপক আনোয়ারা বেগম

এর আগে ২৮ মে সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফাইল ছবি

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: জুলাই অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন জবির সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ারা বেগম।

সোমবার (২ জুন) ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান শুনানি শেষে জামিনের আদেশ দেন। আনোয়ারা বেগমের পক্ষে তার আইনজীবী ওবায়দুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

এর আগে ২৮ মে সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীত পাশে স্টার হোটেলের সামনে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা, মারধর, গুলি চালানো হয়। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। গত ২৫ ফেব্রুয়ারি সুজন মোল্লা সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করেন। এতে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক, কর্মকর্তা ও ছাত্রলীগের ৯৪ জনসহ ১৯৩ জনকে আসামি করা হয়। এই মামলার ৪৩ নম্বর আসামি আনোয়ারা বেগম।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ৩ বছর আগে অবসরে যান তিনি। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0