Logo

চাঁদের জন্য জিপিএস তৈরি করলো জিএমভি

লুপিন সিস্টেম চাঁদের চারপাশে ঘুরে বেড়ানো স্যাটেলাইটের সাহায্যে চাঁদের মাটিতে থাকা মানুষ বা যন্ত্রকে তাদের সঠিক অবস্থান জানাতে পারবে।

ছবিঃ সংগৃহীত

টেকনোলজি ডেস্ক

ঢাকা: স্পেনের প্রযুক্তি প্রতিষ্ঠান জিএমভি চাঁদের জন্য একটি বিশেষ নেভিগেশন সিস্টেম তৈরি করেছে, যার নাম লুপিন। এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে চাঁদে রোভার বা মহাকাশচারীরা সহজেই পথ খুঁজে পাবে, ঠিক যেমনভাবে আমরা গুগল ম্যাপস দিয়ে রাস্তা খুঁজে পাই।

এই প্রকল্পটি ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ESA) অংশ, যেখানে নতুন ধরনের নেভিগেশন ও সময় পরিমাপ প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে। চাঁদে ভবিষ্যতে গবেষণা, খনিজ অনুসন্ধান বা এমনকি পর্যটনের জন্য এই প্রযুক্তি কাজে লাগবে।

প্রকল্প পরিচালক স্টিভেন কে বলেন, “এই প্রযুক্তি ইউরোপকে চাঁদে মানুষের বসবাসের দিকে এগিয়ে নেবে, এবং ভবিষ্যতে হয়তো মঙ্গল গ্রহেও পৌঁছাতে সাহায্য করবে।”

এই সিস্টেমের পরীক্ষা করা হয়েছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের একটি অঞ্চলে, যা চাঁদের মতো দেখতে।

লুপিন সিস্টেম চাঁদের চারপাশে ঘুরে বেড়ানো স্যাটেলাইটের সাহায্যে চাঁদের মাটিতে থাকা মানুষ বা যন্ত্রকে তাদের সঠিক অবস্থান জানাতে পারবে। এখন চাঁদে রোভার চালাতে অনেক সময় ও হিসাব লাগে, কারণ সবকিছু পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করতে হয়। এতে দেরি হয় এবং ভুলও হতে পারে।

জিএমভি জানিয়েছে, চাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সবসময় সম্ভব হয় না, আর রিলে স্যাটেলাইটের মাধ্যমেও অনেক সময় যোগাযোগে দেরি হয়। চাঁদের ভূখণ্ডও সবসময় এক রকম থাকে না – মাঝে মাঝে ধুলো বা গ্রহাণুর আঘাতে জায়গা বদলে যায়। তাই তাৎক্ষণিক তথ্য জানা খুব জরুরি। এই সিস্টেম দিয়ে চাঁদের অন্ধকার অঞ্চল যেমন দক্ষিণ মেরু বা “ফার সাইড” এলাকায়ও সহজে ঘুরে দেখা যাবে।

জিএমভি -এর স্ট্র্যাটেজি প্রধান মারিয়েলা গ্রাজিয়ানো বলেন, “আমরা চাই রোভারগুলো দ্রুত চাঁদের মানচিত্র তৈরি করুক, যাতে ভবিষ্যতে মানুষ গিয়ে সেখানে কাজ করতে পারে এবং ঘাঁটি তৈরি করতে পারে।”

সুত্র: রয়টার্স

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0