Logo

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারের বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা হেমায়েতপুর-সিগাইর সড়ক ও আশুলিয়ার ছেইন এপারেলস পোশাক কারখানার শ্রমিকরা জিরাবো-কাঠগড়া সড়ক অবরোধ করেন।

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বকেয়া বেতনের দাবিতে সাভারে পৃথক দুটি পোশাক কারখানার শ্রমিকরা ভিন্ন দুই স্থানে সড়ক অবরোধ করে।

সোমবার (২ জুন) সকালে সাভারের বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা হেমায়েতপুর-সিগাইর সড়ক ও আশুলিয়ার ছেইন এপারেলস পোশাক কারখানার শ্রমিকরা জিরাবো-কাঠগড়া সড়ক অবরোধ করেন।

এদিন দুপুর ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আশুলিয়ার কাঠগড়ায় শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। দুপুর ১২টার দিকে পুলিশের জলকামনের তোপে পড়ে বসুন্ধরা শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

আন্দোলনরকারী শ্রমিকরা জানান, শ্রমিকদের কয়েক দফায় বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয় বসুন্ধরা মালিকপক্ষ। কিন্তু তারা বকেয়া বেতন পরিশোধ করেনি। এতে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে হেমায়েতপুর সিগাইর সড়ক অবরোধ করেছেন। অপরদিকে ছেইন এপারেলসের পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে জিরাবো-কাঠগড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সড়নোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0