Logo

এনবিআর কর্মীদের কাজে ফিরতে সরকারের নির্দেশ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

এনবিআরের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনের সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হলে, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে সরকার।

ছবি সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা-কর্মচারিদের সরকার অনতিবিলম্বে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছে। নইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে।

রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিবৃতি দেয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুকে বিবৃতিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, অতি জরুরি আমদানি-রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চলমান রাখার স্বার্থে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনের সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আশা করি, অনতিবিলম্বে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে যাবেন এবং আইনবিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে সরে আসবেন। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে।’

এনবিআরের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনের সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হলে, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে সরকার।

শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা এনবিআর কর্মীদের, বন্দরে অচলাবস্থা শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা এনবিআর কর্মীদের, বন্দরে অচলাবস্থা

অত্যাবশ্যক পরিষেবা আইন–২০২০ অনুসারে, কোনো ব্যক্তি বেআইনি ধর্মঘটে অংশ নিলে বা অন্যকে প্ররোচিত করলে তাকে চাকরি থেকে বরখাস্তের বিধান রয়েছে। এছাড়াও তাকে সর্বোচ্চ ১ বছরের দণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধানও রয়েছে আইনটিতে।

এনবিআর বিভক্তের প্রতিবাদ ও সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গত শনিবার থেকে তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। রোববার দেশের বিভিন্ন কর-শুল্ক অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের কথা থাকলেও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের কারণে তা প্রত্যাহার করা হয়েছে।

বিক্ষুব্ধরা জানিয়েছেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে রোববার বিকেল ৪টায় আলোচনায় বসবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আয়কর বিভাগ থেকে ১০ ও কাস্টমস থেকে ১০ জন মোট ২০ জনের কমিটি অর্থ উপদেষ্টার সঙ্গে এ আলোচনায় যুক্ত হবেন।

মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত, চলবে শাটডাউন মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত, চলবে শাটডাউন 

এনবিআর কর্মীদের আন্দোলনের কারণে অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারও।

এনবিআরের বিদ্যমান সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ অনেক কম। এর মূল কারণ হলো আমাদের রাজস্ব আহরণ ব্যবস্থাপনার নানা দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি।

এ প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার সকল অংশীজনের পরামর্শে এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করতে কিছু কর্মকর্তা ও কর্মচারী নজিরবিহীনভাবে গত ২ মাস ধরে দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে ব্যাহত করে, মারাত্মকভাবে ব্যাহত করে আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করেছে যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

এনবিআরের অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের এনবিআরের অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের

বিবৃতিতে আরও বলা হয়, সংস্কারের বিরোধিতা ছাড়াও অর্থ বছরের শেষ ২ মাসে তারা রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে। এই তথাকথিত আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থি। সরকারের পক্ষ থেকে রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারিদের দাবি বিবেচনায় নেওয়ার সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয় এবং আলোচনায় আসার আহ্বান জানালেও তারা তা অগ্রাহ্য করে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার গ্রহণযোগ্য সমাধান না করে তারা আন্দোলনের নামে অনমনীয় অবস্থান নিয়ে ক্রমাগত দেশের অর্থনীতির ক্ষতি করে চলেছে।  

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0