Logo

ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই পরীক্ষার্থীর ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

রিনা ত্রিপুরার ভাই জুয়েল ত্রিপুরা বলেন, আমার বোন মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আজ ভোরে রিকশা নিয়ে যাওয়ার সময় কলেজের সামনে দুই ছিনতাইকারী তার মাথায় ও কাঁধে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে যাই।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি বান্দরবানের থানচি উপজেলারর বিদ্যামনি এলাকা। আমার বোন মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে থাকতো।

মো. ফারুক বলেন, ধানমন্ডি থেকে এক ছাত্রী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছে। আমরা জানতে পেরেছি, ওই শিক্ষার্থীর কাছে থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0