Logo

দুদকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে হয়রানির মামলা

গত ১৮ মে হারুন অর রশিদ নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য ২৫ মে দিন ধার্য করেছিলেন।

প্রতীকী ছবি

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘মিথ্যা মামলা দিয়ে হয়রানির’ অভিযোগে চারজনের বিরুদ্ধে করা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

মামলার আসামিরা হলেন- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর ও দুদকের সাবেক সচিব মোখলেস উর রহমান।

এর আগে গত ১৮ মে হারুন অর রশিদ নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য ২৫ মে দিন ধার্য করেছিলেন।

গত ১৭ মার্চ সাপ্তাহিক একটি পত্রিকায় খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জিয়া অরফানেজ ট্রাস্ট ভুয়া মামলার ‘মাস্টারমাইন্ড’ ‘দুদকের সাবেক সচিব মোখলেস’ কীভাবে এখনো জনপ্রশাসন সচিব? শিরোনামে সংবাদ প্রকাশিত হয় এবং ওইদিন বিকেল সাড়ে ৫টায় সংবাদটি বাদীর নজরে আসে বলে মামলায় অভিযোগ করা হয়।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0