স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ২৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তবে ৬১ বলে ৬২ রান করা তানজিদ তামিম আউট হওয়ার পরপরই বিপর্যয় শুরু সফরকারীদের। জেনিথ লিয়ানাগের দুর্দান্ত ক্যাচে ফিরে যান তামিম। তার আগে রান আউটে কাটা পড়েন নাজমুল শান্ত।
এই দুটি উইকেটকেই ম্যাচের 'টার্নিং পয়েন্ট' বলছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সত্যি বলতে, ম্যাচের টার্নিং পয়েন্ট হলো শান্তর রান আউট এবং তানজিদ তামিমের ক্যাচ। সেই সঙ্গে আমার এবং কামিন্দুর বোলিং।'
দুর্দান্ত এই জয়ে দলের ক্রিকেটারদের কৃতিত্ব দিচ্ছেন হাসারাঙ্গা, ‘আমি যখন ক্রিজে আসি, তখন সময়টা কঠিন ছিল। চেষ্টা করেছি শুরুতে মৌলিক কাজগুলো ঠিকঠাক করতে। ভালো শুরু পেয়েছিলাম, তারপর পরিস্থিতি অনুযায়ী খেলতে চেয়েছি। (শেষ দিকে ব্যাট হাতে ইনিংস বড় না করতে পারা নিয়ে) একটু হতাশ অবশ্যই।’
‘ওদের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে ভুগছিল। তবে আমাদের হাতে যথেষ্ট উইকেট ছিল না শেষ দশ ওভারে আক্রমণ করতে। (ফিল্ডিং নিয়ে) ফিল্ডিংটা ছিল দুর্দান্ত। এই ওয়ানডে দলের এটা ছিল সেরা ফিল্ডিং পারফরম্যান্স, সবাই নিজেদের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে।’—বলেন তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0