বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারনে কর্যকর পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগের নিয়ন্ত্রণাধীন সব কয়টি সিটি করপোরেশন ও পৌরসভা সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এমন নির্দেশনামূলক চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১৬ জুন) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। চিঠিতে সই করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদার।
চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সরকার বিভাগের নিয়ন্ত্রণাধীন সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় বিশেষ করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল, বরগুনাসহ যে সব এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে—সেখানে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতাকরণ, জলাবদ্ধতা দূরীকরণ জরুরি। এছাড়া, এ বিভাগের অধীন তৃণমূল পর্যায়ের কমিটিগুলোর মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা প্রচার-প্রচারণাসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা অপরিহার্য। এসব বিভাগের আওতাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে শূন্য পদে দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা প্রয়োজন।
এমন অবস্থায় ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী জুনের ১৬ দিনে ১ হাজার ৮৭৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে; যা পুরো মে মাসের চেয়েও বেশি। এছাড়া এই মাসে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে। আর এই বছরের এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী পাওয়া যাচ্ছে একই এলাকায়। তাই ধারণা করা হচ্ছে, বরিশালের এই এলাকাগুলো ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0