Logo

৪৯ জেলায় তাপপ্রবাহ, কিছু এলাকায় গরম কমতে পারে কাল

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বুধবার থেকে দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ কমে আসতে পারে।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে গত শনিবার (৭ জুন) থেকে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গতকাল সোমবার দেশের ৩৩ জেলায় তাপপ্রবাহ ছিল। আজ মঙ্গলবার তাপপ্রবাহ বইছে দেশের ৪৯ জেলায়। অর্থাৎ দেশের অধিকাংশ এলাকাজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

তবে আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বুধবার থেকে দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ কমে আসতে পারে।

আবহাওয়া অফিস বলছে, আজ নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রাবহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে।

এদিকে দেশের কিছু জায়গায় আজ বৃষ্টিও হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় শুধু খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে হাতিয়ায়। বৃষ্টি হলেও এসব অঞ্চলে গরম খুব একটা কমেনি। এসব অঞ্চলেও আজ মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। লাগাতার বৃষ্টি কিংবা ভারী বর্ষণ ছাড়া গরম কমবে না।

তবে আগামীকাল বুধবার দেশের কিছু জায়গায় গরম কমতে পারে। সংস্থাটি জানিয়েছে, বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, কাল থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল যেসব অঞ্চলে বৃষ্টি হবে না, সেখানে গরমের অনুভূতি বেশি থাকবে।

তিনি বলেন, আগামী সপ্তাহে সাগরে নিম্নচাপ হতে পারে। আশা করছি ১৬/১৭ তারিখের দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0