Logo

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, আশঙ্কা জলাবদ্ধতা, ভূমিধসেরও

সারা দেশের সাতটি বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে গভীর নিম্নচাপের প্রভাবে। এর কারণে চট্টগ্রামের কয়েকটি জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: সারা দেশের সাতটি বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে গভীর নিম্নচাপের প্রভাবে। এর কারণে চট্টগ্রামের কয়েকটি জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৩০ মে) আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপটি আরও উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর প্রভাবে শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪ থেকে ৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সে সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0