Logo

স্ত্রী-কন্যার ভরণ-পোষণে শামিকে মাসে ৪ লাখ রুপি দিতে হাইকোর্টের নির্দেশ

২০১৮ সাল থেকে আলাদা থাকছেন শামি ও হাসিন জাহান। সেই বছরই হাসিন তার স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, যৌতুক দাবির অভিযোগ, এমনকি ম্যাচ-ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ আনেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামিকে তার সাবেক স্ত্রী হাসিন জাহান ও কন্যার জন্য প্রতি মাসে মোট ৪ লাখ টাকা ভরণ-পোষণ দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সোমবার (১ জুলাই) বিচারপতি অজয় কুমার মুখার্জির একক বেঞ্চ এই রায় দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, শামিকে প্রতি মাসে স্ত্রী হাসিন জাহানকে ১.৫ লাখ টাকা এবং তাদের কন্যাকে ২.৫ লাখ টাকা দিতে হবে। আদেশে বলা হয়েছে, ‘পিটিশনার নম্বর ১ সাবেক স্ত্রী’র জন্য প্রতি মাসে ১,৫০,০০০ রুপি এবং তার কন্যার জন্য ২,৫০,০০০ রুপি ন্যায্য ও যুক্তিসঙ্গত, যা তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।

তবে আদালত এটাও স্পষ্ট করেছেন যে, কন্যার শিক্ষা বা অন্যান্য অতিরিক্ত খরচে শামি স্বেচ্ছায় সাহায্য করতে পারবেন।

২০১৮ সাল থেকে আলাদা থাকছেন শামি ও হাসিন জাহান। সেই বছরই হাসিন তার স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, যৌতুক দাবির অভিযোগ, এমনকি ম্যাচ-ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ আনেন। যদিও বিসিসিআই তদন্তের পর শামিকে ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্ত করে।

২০২৩ সালে জেলা আদালত শামিকে স্ত্রীকে ৫০,০০০ ও কন্যাকে ৮০,০০০ রুপি ভরণ-পোষণ দিতে নির্দেশ দিয়েছিলেন। তবে তা অসন্তোষজনক মনে করে কলকাতা হাই কোর্টে আপিল করেন হাসিন, যেখানে তিনি নিজ ও সন্তানের জন্য যথাক্রমে ৭ লাখ ও ৩ লাখ রুপি মাসিক ভরণ-পোষণ দাবি করেন।

প্রসঙ্গত, হাসিন জাহান একজন প্রাক্তন মডেল ও কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডার ছিলেন। ২০১৪ সালে শামি-হাসিনের বিয়ে হয় এবং ২০১৫ সালে তাদের কন্যা জন্ম নেয়।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0