Logo

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

উপদেষ্টা বলেন, দুই সিটি করপোরেশন এলাকায় এবার ২০টি গরুর হাট অনুমোদন দেওয়া হয়েছে। হাটগুলো নির্ধারিত স্থানেই বসবে, কোনোভাবেই সড়কের উপর হাট বসানো যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: আসন্ন ঈদ উল আজহাকে ঘিরে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে ।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই সিটি করপোরেশন এলাকায় এবার ২০টি গরুর হাট অনুমোদন দেওয়া হয়েছে। হাটগুলো নির্ধারিত স্থানেই বসবে, কোনোভাবেই সড়কের উপর হাট বসানো যাবে না। একইসঙ্গে কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যেই নগরের সব বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে।  

তিনি আরও জানান, ছুটির মধ্যে নিরাপত্তা নিশ্চিতে ফাঁকা ঢাকায় সর্বোচ্চ সতর্ক ও তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।  

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0