স্পোর্টস ডেস্ক
ঢাকা: কাতালান জায়ান্ট বার্সেলোনার নজর এখন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজে। কিন্তু তার জন্য সহজ কোনো পথ খুলে রাখেনি আলভারেজের বর্তমান ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। উল্টো এক বিশাল অঙ্কের রিলিজ ক্লজ বসিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে: ‘নিতে পারলে নাও—কিন্তু দামে নিতে হবে দুঃস্বপ্নের মতো!’
অ্যাথলেটিকো সঙ্গে আলভারেজের বর্তমান চুক্তিতে রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো! অর্থাৎ, কেউ যদি তাকে দলে নিতে চায়, সেটা হবে আধা বিলিয়ন ইউরোর লড়াই। স্পষ্টতই, বার্সেলোনার বর্তমান আর্থিক বাস্তবতায় এমন এক প্রস্তাব নিতান্তই অসম্ভব।
জোয়ান লাপোর্তা নিজেই স্বীকার করেছেন—আলভারেজ তার প্রিয় তালিকায় রয়েছেন। কিন্তু অন্যদিকে অ্যাথলেটিকো সভাপতি এনরিকে সেরেজো হাস্যরস করেই জানিয়ে দেন, ‘লাপোর্তা যদি আলভারেজ চান, তাহলে আমরাও লামিন ইয়ামালকে চাই!’ এই ঠাট্টার আড়ালেই ছিল হুমকির স্পষ্ট ইঙ্গিত।
২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ থেকে আগেই ছিটকে পড়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এখন নতুন লক্ষ্য, লা লিগায় শিরোপা পুনরুদ্ধার। আর সেই স্বপ্নে অন্যতম ভরসা জুলিয়ান আলভারেজ—যিনি দিয়েগো সিমিওনের আক্রমণভাগে হয়ে উঠেছেন এক ভয়ংকর অস্ত্র।
এদিকে বার্সেলোনার অর্থনীতি বর্তমানে টালমাটাল। প্রিয় খেলোয়াড়ের জন্য বড় অঙ্কের ট্রান্সফার ফি খরচ করার মতো অবস্থা নেই। ফলে অ্যাথলেটিকো এই কৌশলে ধাক্কা খেয়েছে কাতালানদের আগ্রহ।
অ্যাথলেটিকো মাদ্রিদের ‘অ্যান্টি-বার্সা’ কৌশলে জুলিয়ান আলভারেজ আপাতত মাদ্রিদেই থাকছেন। সিমিওনে জানেন, এই তরুণ ফরোয়ার্ডকে ধরে রাখাটাই নতুন মৌসুমের লড়াইয়ে তার বড় হাতিয়ার। আর বার্সা? স্বপ্ন দেখতেই পারে, কিন্তু বাস্তবতা বলছে—আলভারেজ এখন আর শুধু প্রতিভা নয়, একপ্রকার ‘অপ্রাপ্য’ সম্পদ!
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0