Logo

আগস্টে খেলতে চায় না ভারত, নভেম্বরে সম্মতি

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আগস্টে বাংলাদেশে সিরিজ খেলতে আপত্তি জানিয়েছে ভারত। পূর্ব নির্ধারিত সিরিজটি নভেম্বরে আয়োজনের জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিসিআই।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের। সিরিজের সূচিও প্রায় চূড়ান্ত ছিল। তবে দেড় মাস আগে হুট করেই বিসিসিআইয়ের সিদ্ধান্তে বদল আসে। সিরিজটি পিছিয়ে নিয়ে নভেম্বরে আয়োজনের জন্য বিসিবিকে জানিয়েছে বিসিসিআই।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা ছিল টাইগারদের। দুদিন বিরতির পর ২০ আগস্ট মিরপুরে দ্বিতীয় ও ২৩ আগস্ট চট্টগ্রামে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হওয়ার কথা ছিল ২৬ আগস্ট চট্টগ্রামে। ২৯ ও ৩১ আগস্ট শেষ দুই টি-টোয়েন্টির হওয়ার কথা ছিল মিরপুরে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0