বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন, বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের) এর সদ্য প্রত্যাহার হওয়া চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। জুলাই মাসেই এই ঘোষণা বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে আয়োজিত তথ্য অধিকার শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন হাব। এখানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হলে দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি বিদেশি পর্যটকদের আগমনও বহুগুণে বাড়বে। এটি কেবল কক্সবাজার নয়, গোটা জাতির জন্যই গৌরবময় অর্জন।
তিনি জানান, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ কার্গো হাব গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্তমানে সীমিত পরিসরে কার্গো অপারেশন পরিচালিত হলেও অচিরেই তা পূর্ণমাত্রায় চালু করা হবে।
তথ্য অধিকার আইন প্রসঙ্গে মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, তথ্য অধিকার আইন জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার সাংবিধানিক পথ খুলে দিয়েছে। এটি সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। দুর্নীতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় এই আইনের যথাযথ প্রয়োগ অপরিহার্য।
কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রশিক্ষণে তথ্য অধিকার আইনের নীতিমালা, প্রয়োগ এবং বাস্তবতা নিয়ে বিশদ আলোচনা হয়।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0