বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: শুধু ১৯৭১ সাল নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতের মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, তাদের সবার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সম্প্রতি খালেদ মুহিউদ্দিনের সঞ্চালনায় টক-শোতে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন আমিরে জামায়াত।
সঞ্চালক খালেদ মুহিউদ্দিন প্রশ্ন করেন, যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন, ‘জামায়াতে ইসলামীর মাধ্যমে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই।’ এই ক্ষমা প্রার্থনায় মুক্তিযুদ্ধের সময়কাল অন্তর্ভুক্ত কি না।
জবাবে জামায়াত আমির বলেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, তাদের সবার কাছেই আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি।’
তিনি বলেন, ‘আমরা আদর্শবাদী একটি দল। আমরা বিশ্বাস করি, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা বা আমাদের সহকর্মীদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। সবকিছুর জন্য আমি কোনো শর্ত ছাড়াই ক্ষমা চেয়েছি।’
মাফ চাওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘ক্ষমা চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, কোনো লজ্জা নেই। আমি আমার মানবিক মূল্যবোধ ও দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি।’
বাংলাফ্লো/এনআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0