Logo

ডিবি হেফাজতে তথ্য উপদেষ্টাকে বোতল ছোড়া জবি ছাত্র

অভিযুক্ত ছাত্র ইমতিয়াজ হুসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯ তম আবর্তনের (২৩-২৪ সেশন) প্রথম  বর্ষের ছাত্র।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান ৩ দফা আন্দোলনের সুত্রে,১৪ মে বুধবার ছাত্রদের সমস্যা নিয়ে তাদের সাথে কথা বলতে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এসময়ে আন্দোলনকারীদের একজন উপদেষ্টাকে লক্ষ্য করে একটি পানিশূন্য প্লাস্টিকের বোতল নিক্ষেপ করলে, ক্ষিপ্ত হয়ে উপদেষ্টা সেখান থেকে চলে যান। পরবর্তীতে ঐ ছাত্রকে শনাক্ত করে পুলিশ।

আজ ১৬ মে শুক্রবার, তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন।

অভিযুক্ত ছাত্র ইশতিয়াক হুসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯ তম আবর্তনের (২৩-২৪ সেশন) প্রথম  বর্ষের ছাত্র। তিনি কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন বলে জানিয়েছেন তার সহপাঠীরা। এর আগে ঘটনার দিন রাতে একাধিক সংবাদমাধ্যমের প্রতিনিধিকে ইশতিয়াক হুসাইন জানান, ঘটনাটি পুরোপুরি অনাকাঙ্খিত ছিল।,

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম 'জবিয়ানস-JnU'ins' এর দাবি, হুসাইনকে ১৫ মে বিকেলেই আটক করা হয়েছে । আজকের ঘটনাকে তারা প্রহসন বলে উল্লেখ করেছে।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0