Logo

বঙ্গোপসাগরে নিম্নচাপ: ফেনীতে রেকর্ড বৃষ্টি, হাতিয়ায় নদীগর্ভে মাছ বাজার

গত বছরের জুলাই-আগস্ট মাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় ২৯ জনের প্রাণহানি ঘটে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যায়। প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল।

প্রতীকী ছবি

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। এটি জেলায় চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান শুক্রবার (৩০ মে) সকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল (শনিবার) পর্যন্ত জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারী বৃষ্টিপাত এবং নিম্নচাপের ফলে জেলার উপকূলীয় উপজেলা সোনাগাজীর চারটি ইউনিয়নের কিছু গ্রাম প্লাবিত হয়েছিল। তবে পানি ইতোমধ্যে নেমে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং ভারতের উজানে পানি বৃদ্ধি পায়, তাহলে মুহুরি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

গত বছরের জুলাই-আগস্ট মাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় ২৯ জনের প্রাণহানি ঘটে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যায়। প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও জোয়ারের ঢেউয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছ বাজার নদীগর্ভে চলে গেছে । বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঐতিহ্যবাহী মাছ বাজারটির বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মেঘনা নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চেয়ারম্যান ঘাটের পাশে অবস্থিত মাছ বাজারটির একাংশ ভেঙে পড়ে নদীতে। এছাড়া বাজারের অনেক দোকান ও অস্থায়ী ছাউনি পানির নিচে তলিয়ে যায়। হঠাৎ পানির তোড়ে অনেক ব্যবসায়ীর মাছ, ওজন মাপার যন্ত্র এবং অন্যান্য মালামাল পানিতে ভেসে যায়।

বাংলাফ্লো/আফি


Leave a Comment

Comments 0