Logo

দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত এমবাপ্পে

পেটের সমস্যায় আক্রান্ত ২০১৮ সালের বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা নিয়ে রিয়াল মাদ্রিদের ট্রেনিং ক্যাম্পে ফিরেছেন সাবেক মোনাকো ও পিএসজি তারকা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অসুস্থ কিলিয়ান এমবাপ্পেকে পায়নি রিয়াল মাদ্রিদ। চিকিৎসা নিয়ে সম্প্রতি হাসপাতাল থেকে ট্রেনিং ক্যাম্পে ফিরলেও আসরের হটফেভারিটদের দ্বিতীয় ম্যাচে নিশ্চিত নন ফরাসি এ তারকা।

পেটের সমস্যায় আক্রান্ত ২০১৮ সালের বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা নিয়ে রিয়াল মাদ্রিদের ট্রেনিং ক্যাম্পে ফিরেছেন সাবেক মোনাকো ও পিএসজি তারকা। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জাবি আলোনসোর অভিষেক ম্যাচে এমবাপ্পে না থাকায় বিকল্প ফরোয়ার্ড লাইন সাজাতে হয়েছে। সৌদি আরবের ক্লাব আল-হিলালের বিপক্ষে সে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। মাদ্রিদের পরাশক্তিরা দ্বিতীয় ম্যাচ খেলবে মেক্সিকোর ক্লাব পাচুকা এফসির বিপক্ষে।

সে ম্যাচের আগে কিলিয়ান এমবাপ্পের বিষয়ে রিয়ালের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চিকিৎসা চলছে। পূর্ণ সুস্থ হলে এ ফুটবলার দলের স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন।’

পাচুকা, আল-হিলাল ও অস্ট্রিয়ান ক্লাব সালসবুর্গ ‘এইচ’ গ্রুপে রিয়াল মাদ্রিদের সঙ্গী। অভিষেক মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতায় রেকর্ড ৪৩ গোল করা এমবাপ্পে কবে নাগাদ মাঠে ফিরবেন—সময়েই বলতে পারবে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0