Logo

পিএসজির ওপর ক্ষোভের কারণেই জ্বলে উঠবেন মেসি?

আগামী রবিবারের ম্যাচটিতে পরিষ্কার ফেবারিট বর্তমানের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। চলতি টুর্নামেন্টেই তারা ফেবারিট।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ক্যারিয়ারের সিংহভাগ সময় বার্সেলোনা কাটিয়ে লিওনেল মেসি গিয়েছিলেন পিএসজিতে। আর্থিক সংকটের কারণে কাতালান ক্লাবটি তাকে ধরে রাখতে পারেনি। কিন্ত ফরাসি ক্লাবটিতে গিয়ে মোহভঙ্গ হয় আর্জেন্টাইন কিংবদন্তির। পিএসজিতে কাটানো দুই বছর ছিল তার জন্য ভীষণ কষ্টকর। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় এবার সেই পিএসজির মুখোমুখি হচ্ছে মেসির ইন্টার মায়ামি।

আগামী রবিবারের ম্যাচটিতে পরিষ্কার ফেবারিট বর্তমানের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। চলতি টুর্নামেন্টেই তারা ফেবারিট। তবে পিএসজির প্রতি জমানো ক্ষোভ থেকেই মেসি জ্বলে উঠবেন বলে মনে করছেন মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো। ফরাসি ক্লাবটির বিরুদ্ধে বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন মেসি। এক পর্যায়ে বলেছিলেন, ওই ক্লাবে তিনি সুখী ছিলেন না। সেখানে তাকে দুয়ো পর্যন্ত শুনতে হয়েছিল!

এসব কারণেই হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘মেসি যদি সেই ক্ষোভ নিয়ে মাঠে নামে, তাহলে আমাদের জন্যই ভালো। সে এমন একজন ফুটবলার, তার মাথায় কিছু একটা গেঁথে গেলে সে বাড়তি কিছু করতে মরিয়া হয়ে ওঠে। তাছাড়া লুইস এনরিকে তিন বছর আমার কোচ ছিলেন (বার্সেলোনায়)। আমাদের সম্পর্ক খুবই চমৎকার। আমার ক্যারিয়ারের সেরা কোচদের একজনের মুখোমুখি হতে পারাটা আমার জন্য হবে সম্মানের।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0