Logo

যমুনায় অবস্থান নিয়েছে এনটিআরসির ভাইবা বঞ্চিতরা

আন্দোলনরত শিক্ষকরা হেয়ার রোডের যমুনার অভিমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

ছবি : সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন এনটিআরসি নিবন্ধনের ভাইবা বঞ্চিত প্রার্থীরা।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে আন্দোলনরত শিক্ষকরা হেয়ার রোডের যমুনার অভিমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

আন্দোলনকারীদের উদ্দেশে পুলিশ জানিয়েছে, আপনারা আপনাদের প্রতিনিধি প্রেরণ করে যৌক্তিক দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করুন।

এরপর আন্দোলনকারীরা তাদের পাল্টা বক্তব্যে উল্লেখ করেছে, আমরা এখানে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে আসছি। আমরা প্রেস ক্লাবে আন্দোলন চালিয়ে আসছি দীর্ঘদিন ধরে। সেখান থেকে আজকে সচিবালয়ে প্রতিনিধি দল পাঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।

কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হয়নি। আমরা ৫জন প্রতিনিধি দল যমুনা সামনে গিয়েও অপেক্ষা করেছি। কিন্তু কোথাও থেকে আমরা সহযোগিতা পাই নি।

উল্লেখ্য, ১৮ তম ভাইবা প্রত্যাশী শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তারা দিনভর প্রেসক্লাবের সামনে আন্দোলন চালিয়ে আসছিলো।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0