Logo

উত্তরায় ‘নগদ’ এজেন্টের ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাই

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ এর ঐ ডিস্ট্রিবিউটর প্রতিদিনের কালেকশন জমা দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে ব্যাংকে যাচ্ছিলেন।

ছবি : সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর উত্তরায় ‘নগদ’ এর এক প্রতিনিধির কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

জানা যায়, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ এর ঐ ডিস্ট্রিবিউটর  প্রতিদিনের কালেকশন জমা দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে ব্যাংকে যাচ্ছিলেন।

পথেই অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গাড়িতে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল ৯টার আগে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর র‍্যাবের পোশাক পরা কয়েক ওই মাইক্রোবাস থেকে ব্যক্তি বেরিয়ে এসে ভুক্তভোগীকে ধড়ার চেষ্টা করে। ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‍্যাবের পোশাক পড়া ব্যক্তিরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।

ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি তার পথরোধ করে। পরে টাকাভর্তি ব্যাগসহ তাকে গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।

এ বিষয় জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী বলেন, শনিবার সকালে ৯টার কিছুক্ষণ আগের ঘটনা এটি। এই চক্রটি একটি গাড়িতে করে আসে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের ধরতে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0