স্পোর্টস ডেস্ক
ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেতে পারেন নুরুল হাসান সোহান। এমন ধারণা ছিল অনেকেরই। তবে গতকাল ঘোষিত দলে জায়গা হয়নি উইকেটকিপার এই ব্যাটারের।
সোহান ডাক না পাওয়ায় অবাক হয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আজ মঙ্গলবার চট্টগ্রামে বিসিবির টেস্ট কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান প্রসঙ্গে নান্নু বলেন, 'সিলেকশন প্যানেল তো...এটার জবাব দিয়ে দিয়েছে। কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দিয়েছে কিভাবে দল করেছে। তবে কিছু কিছু জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে।'
'কিন্তু সোহানের বাদ-পড়াটা আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। গেল এ টিমের সিরিজেও সে ভালো পারফর্ম করেছে। এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলো রয়েছে সেখানেও ভালো করেছে। তো এই জায়গাটার একটা প্রশ্ন রয়েছে। অভারল প্রধান নির্বাচক তো একটা ব্যাখ্যা দিয়েছে। যে দল দিয়েছে আশা করি তাদের ভালো খেলার একটা ক্যাপাবিলিটি রয়েছে। আমরা চাইবো সেরাটা যেন ভালো খেলতে পারি।'
এর আগে গতকাল নিজের বাদ পড়া নিয়ে সোহান বলছিলেন, 'যদি নিয়মিত হতে পারতাম (জাতীয় দলে) তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্যই এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যে কোনো কারণে হয়তোবা, তো অবশ্যই আক্ষেপটা থাকবে।'
গতকালের অনুশীলন ম্যাচেও ৯৭ রান করেন সোহান। পরে আক্ষেপের সুরে জাতীয় দল নিয়ে তিনি বলেন, 'জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলব না।'
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0