Logo

বিসিবির কোচ হিসেবে যোগ দিলেন নাজিমউদ্দিন

চট্টগ্রাম বিভাগের হয়ে বয়সভিত্তিক দলে কাজ করার সুযোগ পেলেন নাজিমউদ্দিন। আজ বৃহস্পতিবার চিঠিও পেয়েছেন হাতে। পরে গণমাধ্যমকে সাবেক এই ক্রিকেটার বলছিলেন, 'হ্যাঁ কোচ হিসেবে জয়েন করেছি, চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: জাতীয় দলের হয়ে একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত ছিলেন মোহাম্মদ নাজিমউদ্দিন। সবশেষ ২০১২ সালে দেশের হয়ে খেলেছিলেন। এরপর বেশ কয়েক বছর ঘরোয়াতে নিয়মিত ছিলেন নাজিম। তবে গেল কয়েক বছর ধরে কাজ করছিলেন কোচ হয়ে। সবশেষ এবার যুক্ত হলেন বিসিবির সঙ্গে।

চট্টগ্রাম বিভাগের হয়ে বয়সভিত্তিক দলে কাজ করার সুযোগ পেলেন নাজিমউদ্দিন। আজ বৃহস্পতিবার চিঠিও পেয়েছেন হাতে। পরে গণমাধ্যমকে সাবেক এই ক্রিকেটার বলছিলেন, 'হ্যাঁ কোচ হিসেবে জয়েন করেছি, চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের। যখন কন্ডিশনিং ক্যাম্প বা অন্য কিছু হবে তখন সেখানে কাজ করব। চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা রয়েছে অর্ধেক আমি এবং অর্ধেক মুমিন ভাই করবেন।'

কাজের পরিধি নিয়ে নাজিমউদ্দিন বলেন, 'এখন দেখি আমাদের কাজ থাকবে অনূর্ধ্ব ১৪, অনুর্ধ্ব ১৬ ক্রিকেটারদের বাছাই করা। আমার অধীনে যে জেলাগুলো থাকবে সেখানে আমি প্রধান কোচ থাকব। নোবেল ভাইয়ের জায়গায় মূলত আমি জয়েন করেছি।'

বিসিবিতে কাজ করতে পারা নিয়ে নাজিমউদ্দিন জানালেন, 'হ্যাঁ অবশ্যই বিসিবিতে কাজ করার লক্ষ্য তো প্রত্যেকটা কোচের থাকে। আমারও তেমনটাই ছিল দেশের জন্য কাজ করবো। বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করব। আমি একজন সাবেক ক্রিকেটার এখন কোচিংয়ে জয়েন করেছি। চেষ্টা করব নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর।'

নিজের কাজে সৎ থাকার বিষয় নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চান না নাজিমউদ্দিন, 'রুট লেভেলে যারা থাকবে তাদের নিয়ে আমি কাজ করব। এখন যারা জুনিয়র আছে ওদের বেসিকটা যাতে স্ট্রং হয় সেটাই আমার লক্ষ্য থাকবে। নিজের সততা ধরে রাখা সব থেকে বড় কাজ। যারা দলে আসার যোগ্য তারা যেন সুযোগ পায়।'

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0