বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: চেয়ারম্যানের (এনবিআর) পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনায় বসতে রাজি নয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (জুন ২৬) বিকেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঐক্য পরিষদের সভাপতি তারেক রিকাবদার।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনার কোনো সুযোগ নেই। দাবি পূরণ না হলে ২৮ জুন থেকে সারাদেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন। পা
শাপাশি মার্চ টু এনবিআরও পালন করবে কর্মকর্তা কর্মচারীরা।
এদিকে, আজ বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদেশে কলমবিরতি কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন কর অঞ্চল থেকে এনবিআরের প্রধান কার্যালয়ে আসতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুর ১২ টার আগেই রাজস্ব বোর্ডে অবস্থান নেয় যৌথবাহিনী। বন্ধ করে দেওয়া হয়ে বোর্ডের প্রধান ফটক।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ডাকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি। এর আগে বিকেল ৪ টায় হয় সংবাদ সম্মেলনে জানানো হয় ২৭ জুনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে ২৮ জুন থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি।
নিপীড়নমূলক বদলি বা যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ট্যাক্স, কাস্টমস, ও ভ্যাট বিভাগের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী সম্মিলিতভাবে তা প্রতিহত করবে বলে জানান হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
তিনি বলেন, সমস্যা নিরসনে আলোচনার জন্য অর্থ উপদেষ্টার কাছ থেকে কোনো আমন্ত্রণও পাননি তারা। তাই দমন নিপীড়ন করে যৌক্তিক আন্দোলন রুখতে পারবে না।
এদিকে, বিকেলে অর্থ উপদেষ্টার সাথে আলোচনায় চলমান সংকট সমাধান হবে বলে আশা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও ভ্যাট নিয়ে সকালে ইআরএফ এ এক আলোচনা অনুষ্ঠানে এসব বলেন তিনি।
তিনি বলেন, অর্থ বছরের শেষ সময় হওয়ায় রাজস্ব আদায়ে চাপ রয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের চলমান আন্দোলনে রাজস্ব আদায়েবাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, যেকোনো আন্দোলন দেশের জন্য হওয়াই ভালো। তিনি আরো বলেন, জনগণের কথা চিন্তা করে সরকার খরচ কমিয়ে বাজেটের আকার ছোট করেছে। মানুষকে স্বস্তি দিতে পারে এ বাজেট। বাজেট ব্যবসা বান্ধব হয়েছে বলেও জানান তিনি।
বাংলাফ্লো/এনআর
Comments 0