Logo

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বা ডেঙ্গু নিয়ন্ত্রণে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই: সেনাবাহিনী

সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে কাজ করে। এ ধরণের কার্যক্রম তাদের দায়িত্ব নয় এবং সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক মনে করেন তারা।

কোলাজ

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তার এক বক্তব্যে জানান, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। এই বক্তব্য সম্প্রতি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি সেনাবাহিনির নজরে আসে।

আজ ২৭মে, বিকেল ৫ টায়, বাংলাদেশ সেনাবাহিনীর ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এ ধরনের কোন কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই তাদের।  

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে কাজ করে। এ ধরণের কার্যক্রম তাদের দায়িত্ব নয় এবং সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক মনে করেন তারা।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0