Logo

ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জে অনলাইন জিডি সেবা চালু

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: মঙ্গলবার (১ জুলাই) থেকে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সকল জেলা ও থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা কার্যক্রম। প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজতর করতে সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে পুলিশ‌।

সোমবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

বর্তমানে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেতো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১ জুলাই) থেকে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সব জেলার ১৩৪টি থানায় অনলাইনে সব ধরনের জিডি করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও এ অনলাইন জিডি সেবা চালু হবে।

এতে আরও বলা হয়, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এ ক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনও ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0